তোলাবাজির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে প্রতিবাদে হকারদের বিক্ষোভ থানায়, উত্তেজনা দুর্গাপুরে, আইন নিজের পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।
নিউজ বেঙ্গল দুর্গাপুর=ব্যবসা শুরু করলেই দিতে হবে টাকা, অঙ্কটা ব্যাবসার শুরুর লগ্নে প্রায় লক্ষধিক টাকা, আর মাসহারা বাবদ ষোলো হাজার টাকা। দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই অভিযোগে বেশ কয়েকদিন ধরে হকারদের ক্ষোভ জমা হচ্ছিল। যার যবনিকা পড়লো রবিবার সকালে।তেলেভাজা দোকান করে কোনোক্রমে দিন গুজরান করেন সুরজ প্রসাদ সাউ। অভিযোগ এই তৃণমূল কর্মীর দাবীমাফিক টাকা দিতে না পাড়ায় সুরজের ঘরে ঢুকে খোকন রুইদাস নামে ঐ তৃণমূল কর্মীর অনুগামীরা ব্যাপক মারধর করে, রেহাই পায়নি সুরজের স্ত্রীও। এরপরই উত্তেজিত মুচিপাড়া বাজারের হকাররা চলে আসে বিধাননগর ফাঁড়ির সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। যতক্ষণ না পুলিশ অভিযুক্ত তৃণমূল কর্মী খোকন রুইদাস ও তার দলবলদের বিরুদ্ধে ব্যবস্থা না নিচ্ছে ততক্ষন এই আন্দোলন জারি রাখা হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেন হকার ও তাদের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় ২৮নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অঙ্কিতা চৌধুরী, দুর্গাপুর নগর নিগমের এই কাউন্সিলার তথা শিক্ষা বিভাগের এই মেয়র পারিষদ জানিয়ে দেন আইন তার নিজস্ব পথেই চলবে। গোটা ঘটনায় নিমেষে উত্তেজনা ছ