Posts

Showing posts from March, 2021

দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত ডিপিএল টাউনশীপ সংলগ্ন উড ইন্ডাস্ট্রি এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার সারলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  এইদিনের প্রচার কর্মসূচীতে ছিলেন স্থানীয় কাউন্সিলার সুভাষ মজুমদার, শিপুল সাহা দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব সহ অন্যান্য বিশিষ্ট দলীয় নেতৃবৃন্দ।  জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  এই প্রচার কর্মসূচীতে বাংলার সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান মানুষের কাছে তুলে ধরা হয়।  

প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝড় তুললেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  দুর্গাপুরের রায়ডাঙা, কুড়ুরিয়া ডাঙা সহ বিভিন্ন এলাকায় প্রচার সারলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী।  প্রচারে মানুষের সাথে কথা বলেন তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, শোনেন তাদের সমস্যার কথা।  জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।  দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ তথা দলের ৪৩টি ওয়ার্ডের কনভেনর ধর্মেন্দ্র যাদব সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ শনিবারের প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, ছিলেন      দুর্গাপুর নগর নিগমের কাউন্সিলার শিপুল সাহা ।

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র দুর্গাপুর,পুলিশকে লক্ষ্য করে উত্তেজিত জনতার ইটবৃষ্টি,জখম এক পুলিশ কর্মী.

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=বালির ট্র্যাকের ধাক্কায় গুরুতর জখম এক মোটর বাইক আরোহী।  বুধবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাকে ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত বিডিও মোড় এলাকা।  উত্তেজিত জনতা বালির ট্রাক ভাঙচুর করতে গেলে পুলিশ বাঁধা দিলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে, ইটের আঘাতে জখম হন কোকওভেন থানার আধিকারিক,  তার বা হাতে আঘাত লেগেছে। উত্তেজিত জনতা সামলাতে এরপর ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় কমব্যাক্ট ফোর্স।  আশঙ্কাজনক অবস্থায় ঐ মোটর বাইক আরোহীকে দুর্গাপুরের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গোটা ঘটনায় নিমেষে উত্তেজনা ছড়ায়, বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে।

দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরোলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=প্রচারে কোনোরকম খামতি রাখতে চাইছেন না সবকটি রাজনৈতিক দল। ভোটারদের মন জয়ে কোনো খামতি রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি।  বুধবার বিকেলে দুর্গাপুর নগর নিগমের ৪২নম্বর ওয়ার্ডের অধীন সুকুমার নগর মোড় থেকে প্রচার শুরু করলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল, সাথে ছিলেন ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কি পাঁজা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।  প্রচার মিছিল ৪২নম্বর ওয়ার্ডের  বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। জয়ের প্রশ্নে নিশ্চিত দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। এই প্রচার মিছিলে বাংলার সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়।  ৪২নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রিয়াঙ্কি      পাঁজা জানান, ওয়ার্ডের মানুষ  এলাকার  উন্নয়নের দিকে তাকিয়ে ভোট  দেবেন,কারণ এই ওয়ার্ডের মানুষ  উন্নয়নের ছবি দেখেছেন খুব সামনে        থেকে ।

দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পারিয়াল।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর =মঙ্গলবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার সারলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল।  দুর্গাপুরের কাদারোড এলাকায় মানুষের কাছে গিয়ে বাংলার তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান এইদিন তুলে ধরেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল। 

দুর্গাপুরে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। রুট মার্চে ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর,=ভোট মানেই আতঙ্ক ছিল দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত বিধাননগরের শঙ্করপুর, টেটিখোলা,আররা, রবীন্দ্রনগর সহ বেশ কিছু এলাকা।  সাধারণ মানুষের মন থেকে আতঙ্কের এই সংজ্ঞাটা বদলে দিতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ আসানসোল দুর্গাপুর পুলিশ ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি পূর্ব অভিষেক গুপ্ত,  এসিপি ইস্ট অখশ্ত গর্গ সহ প্রশাসনের পদস্থ ডগিকারিকরা ছিলেন এই রুটমার্চে। সোমবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে এলাকা টহলদারির সময় প্রশাসনের পদস্থ আধিকারিকরা কথা বলেন এলাকার মানুষের সাথে, শোনেন ভোট সম্পর্কিত নানা সুবিধা অসুবিধার কথা।  দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘপ্রসূন কাজী জানান, অযথা এক আতঙ্ক কাটাতে আর নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানানো হলো সাধারণ মানুষের কাছে।  আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ইস্ট অভিষেক গুপ্ত জানান, সংবেদনশীল বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করা হলো বার্তা একটাই ভোটকে শান্তিপূর্ণ উপায়ে শেষ করা।  নিউটাউনশীপ থানার আধিকারিক বিজন সমাদ্দারের নেতৃত্বে পুলিশ কর্মীরাও এইদিনের রুটমার্