Posts

Showing posts from February, 2021

দুর্গাপুরের পেয়ালা কালীবাড়ী মন্দিরে হল বিশ্রামাগার।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=এতদিন দুর্গাপুরের পেয়ালা কালী মন্দিরে ভক্তদের বিশ্রামের কোনো জায়গা ছিল না। গঙ্গাসাগর থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গা থেকে আসা যাওয়ার পথে পূর্ণার্থীরা রাস্তায় গাছের তলায় বিশ্রাম নিত ,  এমনকি এই মন্দিরে বিয়ে দিতে আসা সাধারণ মানুষের বসার জায়গা ছিল না । এই যন্ত্রণা থেকে এবার মুক্তি মিলল পূর্ণার্থীদের।  আড়াই মাস আগে এই সমস্যার কথা মাথায় রেখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ একটি প্রকল্প তৈরী করে, যার আনুমানিক খরচা ছিল প্রায় আঠাশ লক্ষ টাকার মতো।  পূর্ণার্থী আর সাধারণ মানুষের স্বার্থে বৃহস্পতিবার এই বিশ্রামাগারের উদ্বোধন হল। পেয়ালা কালী মন্দিরের ঠিক সামনেই এই বিশ্রামাগারের উদ্বোধন করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, শুধু এই বিশ্রামাগার নয়,  পরবর্তী পর্যায়ে সুন্দর একটি শৌচালয় সাথে গোটা এই বিশ্রামাগারকে আরো সুন্দর ভাবে তৈরী করা হবে। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল, দুর্গাপুর নগর নিগমের তেইশ নম্বর ওয়ার্ডের পুরপিতা বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই সহ বিশিষ্ট ব্যাক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্ভয়ে ভোট দিন শহরবাসীর কাছে বার্তা আসানসোল দুর্গাপুর পুলিশের।

Image
নিউজ বেঙ্গল দুর্গাপুর=অহেতুক আতঙ্কিত হবেন না, ভোট দিন,কেউ ভয় দেখালে পুলিশকে জানান।  বুধবার শহর জুড়ে এই বার্তা দিল আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা। এইদিন দুর্গাপুরেই নিউটাউনশীপ থানার পুলিশ জেমুয়া গ্রামের বিভিন্ন প্রান্তে টহল দিল,   আসানসোল দুর্গাপুর পুলিশের               এ. সি. পি কাঁকসা অক্সত গর্গের নেতৃত্বে এইদিন শুধু জেমুয়া গ্রাম নয়, শহরের নানা প্রান্তে নাকা চেকিং হয়।  কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা খতিয়ে দেখতে জেমুয়া ভাদুবালা স্কুলে যান আসানসোল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকরা,  ঘুরে দেখেন স্কুলের ক্লাস রুম, খোঁজ নেন স্কুলের পরিকাঠামো দিকের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিক ভাবে এই ধরণের টহল চলবে।  এইদিন সাধারণ মানুষের কাছে আসানসোল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সামনেই ভোট, ভয় না পেয়ে ভোট দিন, আসানসোল দুর্গাপুর পুলিশ আপনাদের সাথেই রয়েছে।  পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন শহরের মানুষ, তাদের বক্তব্য, ভোটে রক্তপাত বন্ধ হোক, মানুষ তার ইচ্ছেমতো তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক।