করোনার ছোবল রুখতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বহু প্রাচীন গৌর বাজার মেলা বন্ধ রাখা হল এই বছর।

 নিউজ বেঙ্গল দুর্গাপুর=মা উমার বিদায় লগ্নে এই মেলা হতো, লাউদোহার এই মেলা গৌর বাজার মেলা নামেই পরিচিত ছিল। দশমী থেকে দ্বাদশী পর্যন্ত মেলা বসতো, প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কম বেশী আড়াইশো বছর ধরে দুর্গাপুরের লাউদোহার গৌর বাজারে অজয় নদের ধারে এই মেলা মানুষের মিলন ক্ষেত্র ছিল। এখানে প্রতিমা বিসর্জন হতো না কিন্তু লাউদোহা ও তার পাশ্ববর্তী এলাকার যত পুজো আছে সব প্রতিমা গৌর বাজারের এই মেলায় ঘুরিয়ে যে যার মতো করে পছন্দের বিসর্জন ঘাটে নিয়ে গিয়ে ভাসান দিত। এই মেলায় অনেক দোকান বসতো, বীরভূম বাঁকুড়া বর্ধমান থেকে প্রচুর মানুষ এই মেলায় ভিড় জমাতো, কেনাকেটা করতো। এই বছর মারণ ভাইরাসের দাপটে বন্ধ আড়াইশো বছরের সেই পুরোনো মেলা। আয়োজকদের তরফে বিশেষ শান্তি কমিটির সদস্যরা নিজেরা বসে ঠিক করেছে, এইবার মানুষের ভিড় এড়াতে মেলা বন্ধ থাকুক কারণ আগে সবাই সুস্থ থাকুক, আর রইল আনন্দের কথা সেটা না হয় পরের বছর হবে। গৌর বাজার শান্তি কমিটির সদস্য বিশ্বজিৎ পান্ডে জানান, দশমী থেকে দ্বাদশী পর্যন্ত এই মেলা চলতো, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখে আরো দুই একদিন মেলার সময়কাল বাড়ানো হতো, কিন্তু এইবার মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে মেলা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইবছর গৌর বাজারের অজয় নদের ধারে মেলাস্থলে মা উমা প্রদক্ষীণ করেছে বটে কিন্তু মেলা না বসায় কোথাও যেন এক বিষাদের ছায়া গ্রাস করেছে গোটা এলাকাকে।

Comments

Popular posts from this blog

বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মন্ডলের সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর পোস্টার দুর্গাপুরে। পোস্টারকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা।

পাহাড়কে দূষণ মুক্ত করার ডাক দিয়ে দুর্গাপুর থেকে সাইকেল করে শুশুনিয়া পাহাড় পাড়ি তরুণ ব্রিগেডের।

নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারল ছোটো মালবাহী গাড়ি. দুর্গাপুরে এই পথ দুর্ঘটনায় মৃত এক.